ব্রেকিং নিউজ
পাইকগাছায় সাবেক ইউপি সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরের সুধী সমাজ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে বিয়ের ৪ মাসের সন্তান প্রসব নববধূ আগামীকাল রবিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ , জানা যাবে যেভাবে পাইকগাছায় লবন পানি বন্ধের দাবীতে পথসভা অনুষ্ঠিত দাকোপে হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন
×

আন্তর্জাতিক প্রতিবেদক
প্রকাশ : ৮/৩/২০২১ ১০:৫৩:৩৬ AM

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফরাসি ধনকুবের এমপি নিহত

এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য অলিভিয়ের ডাসাল্ট।

আরো পড়ুন:

 

বিক্ষোভকারী নেতাদের আটক করায় ভোরে জনসমুদ্র

 

 

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রবিবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে। পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, এ ফরাসি ধনকুবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি শোকবার্তায় বলেছেন, ৬৯ বছর বয়সী ডাসাল্টের মৃত্যুতে দেশে বড় ক্ষতি হয়ে গেছে।

তিনি দেশকে অনেক ভালোবাসতেন। ফ্রান্সের প্রথম সারির শিল্পপতি সার্জ ডাসাল্টের ছেলে অলিভিয়ের ডাসাল্ট। রাফায়েল যুদ্ধবিমান ও দেশটির গণমাধ্যম লে ফিগারোর মালিক ডাসাল্ট।

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে।